এক বিবৃতিতে মঙ্গলবার অভিজ্ঞ এই ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় রিয়াল।
বাঁ পায়ের পেশির চোটে আগে থেকেই দলের বাইরে ৩৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। স্পেন জাতীয় দলের সঙ্গে থাকার সময় পেশির চোটে মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি খেলায় ফিরবেন বলে আশা করা হচ্ছিল।
করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় সেটি পিছিয়ে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। এখন তিনি আইসোলেশনে আছেন।
রামোসকে শেষ দেখা গেছে গত শনিবার। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেন ক্লাসিকোয় দলের জয়। ম্যাচ শেষে টানেলেও গিয়েছিলেন তিনি। রেফারি হেসুস জিল মানসানোকে ঘিরে ক্ষোভ জানাতে থাকা বার্সেলোনা খেলোয়াড়দের একটু পেছনেই ছিলেন তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির রক্ষণে রামোসের সঙ্গী রাফায়েল ভারানেও করোনাভাইরাস আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন। এর আগে এদেন আজার, মারিয়ানো দিয়াস, এদের মিলিতাও, কাসেমিরো, লুকা ইয়োভিচ, নাচো ফের্নান্দেসো ও কোচ জিনেদিন জিদানও আক্রান্ত হয়েছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি লেগে বুধবার লিভারপুলের মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে ৩-১ গোলে জিতে এগিয়ে রয়েছে টুর্নামেন্টের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।