সোমবার প্রথম দিনের শুনানিতেই তিন বিচারপতির বেঞ্চ আবেদনটিকে ‘পুরোপুরি অর্থহীন’ অ্যাখ্যাও দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আদালত আবেদনকারী উত্তর প্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভীকে ৫০ হাজার রুপি জরিমানাও করেছে।
রিজভী তার আবেদনে কোরানের ২৬টি আয়াত ‘অমুসলিমদের বিরুদ্ধে সহিংসতার সাফাই গাইতে’ ব্যবহার করা হয় বলে দাবি করেন।
আবেদনকারীর পক্ষে থাকা আইনজীবী আর কে রাইজাদা জানান, মাদ্রাসা শিক্ষাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যেই সর্বোচ্চ আদালতে এই আবেদন জমা দেওয়া হয়েছে।
“খুব অল্প বয়স থেকে যে বাচ্চাদের মাদ্রাসায় থেকে পড়াশোনা করতে হয়, তাদের এ আয়াতগুলো শিখিয়ে মগজধোলাই করা হয় – যা কখনওই কাম্য নয়”, যুক্তি দেন তিনি।
তার মতে, এই ২৬টি আয়াত ইসলামের মূল শিক্ষা এবং কোরআনের যেসব আয়াত ন্যায়বিচার, সাম্যতা, ক্ষমা ও সহনশীলতা প্রচার করে, তার বিপরীত। এই আয়াতগুলো মূল কোরানের অংশ নয় বলেও দাবি করেছিলেন তিনি।
এর পাল্টায় বিচারপতি আর এফ নরিমন নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, তারা এ নিয়ে কোনো তর্কবিতর্ক শুনতে আগ্রহী নন।
“এটা একেবারেই অর্থহীন আবেদন,” খারিজ করে দিয়ে বলেন তারা।