ক্যাটাগরি

গোপালগঞ্জে এসআইয়ের ‘আত্মহত্যা’

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার
সকাল ৭টার দিকে মো. রোকনুজ্জামান (২৫) নামে এই পুলিশ সদস্য আত্মহত্যা করেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোকনুজ্জামান কাশিয়ানী থানায় দায়িত্বে ছিলেন। রাজবাড়ীর
পাংশা উপজেলার দীঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি।

ওসি আজিজুর বলেন, সকালে রোকনুজ্জামানকে থানা
কোয়ার্টারের সিঁড়ি রডের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন স্থানীয়রা। তাকে
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, রোকনুজ্জামান দুই বছরের পিএসআই পর্ব শেষে তিন-চার
মাস আগে কাশিয়ানী থানায় এসআই হিসেবে যোগ দেন। থানা কোয়ার্টারের একটি রুমে থাকতেন
তিনি।

“পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিয়ষটি তদন্ত করে দেখছে।”