শনিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মমতাজ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মমতাজ জানান, দীর্ঘ ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় আট শতাধিক অ্যালবাম প্রকাশ করে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা ও লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলায় বিশেষ ভূমিকার জন্য তাকে এ ডিগ্রি দেওয়া হয়েছে।
২০০০ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করে দর্শকদের মাঝে পরিচিতি পাওয়ার পর আর মমতাজকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার একের পর এক গান শ্রোতামহলে আলোচিত হয়েছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন মমতাজ।