ক্যাটাগরি

নাটোরে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড

মঙ্গলবার বিকালে উপজেলার
বৃহত্তম ব্যবসা কেন্দ্র মৌখাড়া বাজারে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি
ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গ্যাসের
সিলিন্ডার, জ্বালানি তেলসহ অন্তত কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বনপাড়া ফায়ার স্টেশন
ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মৌখড়া বাজারে ডিজেল ও গ্যাস সিলিন্ডার
বিক্রেতা সুজন এন্টারপ্রাইজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের একই জাতীয় পণ্যের
আল মামুন এন্টারপ্রাইজ এবং শাহমখদুম এন্টারপ্রাইজে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, খবর পেয়ে
প্রথমে বনপাড়া, পরে নাটোর ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিস দল এসে একযোগে আগুন নিয়ন্ত্রণে
কাজ শুরু করে। কিন্তু ডিজেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের শিখা বাড়তে
থাকে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

“ততক্ষণে অন্তত ৩০০
গ্যাস সিলিন্ডার ও এক হাজার লিটার তেলসহ অন্তত এক কোটি টাকার সম্পাদ পুড়ে যায়।”

শাহমখদুম এন্টারপ্রাইজের
এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের পাশের দোকান সুজন এন্টারপ্রাইজের
একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে দোকানে থাকা
অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টাও চালানো হয়। কিন্তু আগুন মুহূর্তে ব্যাপক
আকারে ছড়িয়ে পড়ে।