পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় জসীম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসীম উদ্দিন এলাকায় ‘মাইকেল জসীম’ নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কিছু মামলা আছে পটিয়া থানায়।
“গতরাত আড়াইটার দিকে জসীমের বাড়িতে যখন অভিযান চালানো হয়, তখন তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগে রাখা ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”
পরিদর্শক মিনহাজ বলেন, “এত পরিমাণ কার্তুজ কেন জসীম বাড়িতে রেখেছে, সেটার তদন্ত চলছে। তার বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। সে অস্ত্র ব্যবসায় সম্পৃক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে বলে জানান পরিদর্শক মিনহাজ ।