করোনাভাইরাস মহামারীর
কারণে গত বছর যেমন চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় ইফতারির বাজার বসা বন্ধ ছিল।
এবারও তেমনই থাকবে।
চকবাজারের ইফতার সব সময়ই
থাকে রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রে। তবে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ‘কঠোর
লকডাউনের’ খাঁড়া পড়ছে চকবাজারের ইফতারে।
চকবাজার থানার ওসি মওদুত
হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকবাজারের ইফতারির হাট এ বছরও বসতে পারবে
না। করোনাভাইরাস বিস্তাররোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রাস্তায় বসা না গেলেও
দোকান খোলা রাখা যাবে বলে জানান তিনি।
“সরকার যে নির্দেশনা
দিয়েছে, সে নির্দেশনা অনুযায়ী খাবারের দোকান খোলা থাকবে। সেই দোকানে ইফতারি বিক্রি
করতে পারবে। তবে রাস্তায় বসে হাঁকডাক দিয়ে কিছু বিক্রি করা যাবে না।”
মঙ্গলবার বাংলাদেশের
আকাশে চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে বুধবার থেকে; আর দেখা না গেলে রোজা শুরু হবে বৃহস্পতিবার
থেকে।