ক্যাটাগরি

ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

সোমবার রাত ১০টার দিকে ডাঙ্গি নগরকান্দা এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন (৩০) নওগাঁ জেলার ছাপাহার থানার পলাশডাঙ্গা গ্রামের বিশারদ মিয়ার ছেলে।

আহতদের স্থানীয়রা এবং ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক কাওছার হোসেন জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গি নগরকান্দায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে থাকা যাত্রী সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান।

“আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

তিনি আরও জানান, বুধবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করায় ট্রাকে করে যাত্রীরা তাদের বাড়িতে ফিরছিলেন।