মৃত্যুর আগে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তারা।
মঙ্গলবার আক্রাম হোসেন
(৪৫) এবং এরআগে রাত দুইটার দিকে বাহার উদ্দিন (৫৬) মারা যান।
বাহার উদ্দিন ঈশ্বরগঞ্জ
উপজেলার মাইজবাগ ইউনিয়নের এবং আক্রাম হোসেন ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি ইউনিয়নের
ইন্দিরা পাড় এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন বলেন, বাহার উদ্দিন বেশ কিছুদিন হাসপাতালে
চিকিৎসাধীন ছিলেন।
“তিনি করোনা ছাড়াও
ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। গত রাত ২টার দিকে তিনি মারা যান।
“আক্রাম হোসেন গত ৬ দিন
যাবত হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি করোনা ছাড়াও অ্যাজমায় আক্রান্ত ছিলেন। সকালে
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।”
এনিয়ে জেলায় করোনাভাইরাসে
৬৩ জন মারা গেছেন বলেন তিনি।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের রোগ
শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর ও সিটি কর্পোরেশন এলাকায় ২৭ জন, নান্দাইল, গৌরীপুর,
মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকায় একজন করে শনাক্ত হন। এছাড়াও হোম আইসোলেশনে আছেন ২৮৮
জন ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪ জন।
জেলায় মোট করোনাভাইরাস
আক্রান্ত ৫ হাজার ১১৮ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৫।