ক্যাটাগরি

লকডাউন: এটিএম থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “সরকারের ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবারহ নিশ্চিতকরণের জন্য এটিএম সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবারহের ব্যবস্থা করতে হবে।

“এক্ষেত্রে এটিএম এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা। এছাড়া অন-আস, অফ-আস উভয় ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই থাকবে।”

একই সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।