টাঙ্গাইল
ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল অংশে
সোমবার গাড়ির চাপ দেখা গেছে। তবে মঙ্গলবার সেই চাপ অনেকটাই কমে গেছে। কোথাও কোথাও মানুষের
জট লক্ষ করা গেলেও সকাল থেকে যানজট নেই।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ
বাড়তে থাকায় লকড ডাউন ঘোষণা করে সরকার। কিন্তু তা ঢিলেঢালাভাবে চলছে। পরে বুধবার থেকে সরকার এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকড ডাউনের
ঘোষণা করে। এ কারণে অনেকে ঢাকা ছাড়ছেন।
ইতোমধ্যেই
বাস বন্ধ থাকায় যাত্রীদের মাইক্রোবাসসহ মালবাহী বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে দেখা
গেছে। বাস না থাকায় অতিরিক্ত ভাড়ায় চলাচল করতে বাধ্য হচ্ছেন বলে যাত্রীদের অভিযোগ।
ঝুঁকি নিয়ে অনেক যাত্রী স্বাস্থ্যবিধির না মেনে গাদাগাদি করে যাতায়াত করছেন।
তবে
মহাসড়কে পুলিশ ঠিকমত দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ওসি ইয়াসির
আরাফাত।