ক্যাটাগরি

কুষ্টিয়ায় আগুনে পুড়ল কৃষকের বাড়ি

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, উপজেলার আমলা ইউনিয়নের মোহদীপুর ঈদগাহপাড়ার কৃষক তৈয়ব আলীর বাড়িতে বুধবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন নেভাতে নেভাতে বাড়ির ইটের দেয়াল ছাড়া সবকিছু পুড়ে যায় জানিয়ে তিনি বলেন, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘কয়েক লাখ টাকার’ ক্ষতির হয়েছে বলে কৃষক তৈয়ব আলীর দাবি।

তিনি বলেন, “সকালে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। মঙ্গলবার বিকালে রান্নাঘরে রান্না করা হয়েছে। তারপর আর চুলা জ্বলেনি। বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি। তাহলে কিভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না।”

তিনি বলেন, চারটি শোয়ার ঘরের সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলসহ রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।  এতে কয়েক লাখ টাকার ক্ষতির হয়েছে।

আগুনে তার বাড়ির সবকিছু শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন আমলা ইউনিয়ন পরিষদ সদস্য আমান উল্লাহ।

তিনি বলেন, তৈয়ব আলী একজন বর্গাচাষী। নিজের বলতে বাড়িতে যা কিছু ছিল তা সব পুড়ে শেষ। এখন পরিবারটির অন্যের সাহায্য ছাড়া বাঁচার পথ নেই।