বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের পক্ষে জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাস কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।”
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানাই। সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে।
“সময়ের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।”