ক্যাটাগরি

হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার নেতার নাম সাখাওয়াত হোসেন (৪২)।

তার পদবি পুলিশ জানাতে পারেনি। তবে তার মুক্তির দাবি যারা সোশাল মিডিয়ায় তুলেছেন, তারা বলছেন, লালবাগ মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব।

বুধবার সন্ধ্যার পর লালবাগ এলাকার একটি মাদ্রাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি  মতিঝিল, পল্টন এলাকায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার পর পুলিশ তাকে খুঁজছিল।

সাখাওয়াতকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাওয়ার আবেদন করা হবে বলে গোয়েন্দা কর্মকর্তা মাহবুব জানান।

গত মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের বিরুদ্ধে হেফাজতে বিক্ষোভ ও হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে।

এরপর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহ-অর্থ সম্পাদক ইলিয়াস হামিদিসহ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

হেফাজত আমির জুনাইদ বাবুনগরী সংগঠনের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।