ক্যাটাগরি

কুষ্টিয়ায় খাল থেকে দগ্ধ লাশ উদ্ধার

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

নিহতের বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, সকালে জিকে ক্যানেলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা পুড়িয়ে হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।