৪৯ বছর বয়সী ওয়েব ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যাচ
পরিচালনা করেছেন। ২০১০ বিশ্বকাপের ফাইনালও পরিচলনা করেছিলেন তিনি।
২০১৭ সালে বুন্ডেসলিগায় ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে স্টাইনহাউস প্রথম
নারী রেফারি হিসেবে ইউরোপের শীর্ষ লিগে দায়িত্ব পালন করেন।
গত বছর অবসরে গেছেন স্টাইনহাউসও। তবে বুন্ডেসলিগায় এখনও ভিডিও অ্যাসিসটেন্ট
রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দুজনে পুলিশের চাকরিও করেছেন। বিয়েটা সেরেছেন গত মাসে। করোনাভাইরাসের
কারণে তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথি ছিল না।
স্পোর্টস১ ডটদেকে স্টাইনহাউস-ওয়েব জানিয়েছেন ভালো থাকার কথা, “আমরা
খুবই সুখে আছি।”
এখনও অবশ্য পাকাপাকিভাবে সংসার পাতা হয়নি তাদের। বর্তমানে হাওয়ার্ড
ওয়েব আছেন যুক্তরাষ্ট্রে আর কর্মক্ষেত্র জার্মানিতে আছেন স্টাইনহাউস।