ভাঙ্গা
পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত
মাসুদ মিয়া (৪০) পৌর সদরের গজারিয়া গ্রামের হারুন অর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা
জানান, তিনি পরিবার নিয়ে ইতালিতে বসবাস করতেন। ভাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষে
কয়েকদিন আগে বাড়ি আসেন। আগামী ২০ এপ্রিল তার ইতালি যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীর
বরাত দিয়ে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, নওপাড়া বাসস্ট্যান্ডে চায়ের
দোকানে বসে চা খাচ্ছিলেন মাসুদ মিয়া। সে সময় প্রতিপক্ষের লোকজন তাকে ঘিরে এলোপাথাড়ি
কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা
উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
ওসি
লুৎফর আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে হাসপাতাল থেকে মরদেহ
উদ্ধার করে ফরিদপুর শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মামলার প্রক্রিয়া চলছে।
এলাকায়
আধিপত্য বিস্তারের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা
জানান।