ক্যাটাগরি

ব্রাসেলস দূতাবাসে বৈশাখ বরণ

এ উপলক্ষ্যে আয়োজিত একটি সমাবেশে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস।

অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী নবনীতা চৌধুরী দেশের বিভিন্ন অঞ্চল ও ঘরানার সঙ্গীত পরিবেশন করেন। পূর্বে ধারণকৃত সঙ্গীতানুষ্ঠানের ভিডিওতে বিদেশি দর্শক-শ্রোতাদের জন্য প্রত্যেকটি গানের থিম ও পটভূমি ওপর শিল্পীর ইংরেজি বর্ণনা ছিল।

রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ জানান, ‘সাংস্কৃতিক কূটনীতি জনকূটনীতির একটি অবিচ্ছেদ্য অংশ’ এই নীতি ও প্রচেষ্টার অংশ হিসেবে দূতাবাস বাংলা সংস্কৃতিকে বিশ্বের বন্ধুদের কাছে উপস্থাপন করে আসছে।

শুভেচ্ছা বক্তব্য দেন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইউনেস্কোর পরিচালক লুইস হেক্সাথাউসেন।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোস একটি ভিডিও বার্তায় ব্রাসেলসকে মাল্টি-কালচারাল শহর এবং সেখানে বাঙালিসহ ১৮৪টি দেশের নাগরিকদের বসবাসের কথা উল্লেখ করেন। তিনি ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলেন, ‘শুভ বাংলা নববর্ষ’।

এছাড়া ইউরোপীয় কমিশনের শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া বিষয়ক মহাপরিচালক থেমিস ক্রিস্তোফেদু এবং বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং ওশেনিয়া বিভাগের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন