ক্যাটাগরি

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

মঙ্গলবার স্থানীয় সরকার
বিভাগের উপজেলা-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলে জানিয়েছেন মুক্তাগাছা
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর।

তিনি বলেন, “বিভিন্ন
দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করায় মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান
মো. আব্দুল হাই আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

বরখাস্তের চিঠির বরাত
দিয়ে ইউএনও বলেন, তার বিরুদ্ধে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনাস্থা প্রস্তাব দেন,
যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ ব্যাপারে আব্দুল হাই
আকন্দ বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। তবে আইনি লড়াই চালিয়ে যাবেন।