ক্যাটাগরি

রোজায় ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া, জানালেন বোন

তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সেলিমা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষজ্ঞ
চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার
অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।”

তিনি বলেন, “রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ
তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি
নিয়মিত।”

ছোট ভাই শামীম এস্কেন্দারের বাসা থেকে খালেদার জন্য ইফতার যাবে
বলে জানান তার বোন সেলিমা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে
তিন বছর আগে কারাগারে গিয়েছিলেন। গত বছরের মার্চে সরকার নির্বাহী আদেশে তাকে
সাময়িক মুক্তি দেয়।

কারামুক্তির পর থেকে গুলশানের বাড়ি ফিরোজায় রয়েছেন ৭৫ বছর বয়সী
খালেদা জিয়া। দুদিন আগেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর আত্মীয়-স্বজন কেউ খালেদার বাসায় যাচ্ছেন
না। তবে তারা টেলিফোনে খোঁজ-খবর নিচ্ছেন।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত
চিকিৎসকদের একটি দল বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক মো আল মামুন ফিরোজায় গিয়ে নিয়মিত খবর নিচ্ছেন।
লন্ডন থেকে চিকিৎসক পূত্রবধূ জোবাইদা রহমানও চিকিৎসার বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানের ওই বাসায় আরও ৮ জন কর্মচারী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা সেখানেই
চিকিৎসা নিচ্ছেন।