বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠিটি দিয়েছে।
চিঠিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং
কর্মচারীদের দাপ্তরিক যাতায়াত আরোপিত বিধিনিষেধের বাইরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে বুধবার বিএসইসির বিজ্ঞপ্তিতে লকডাউনের মধ্যে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন
ব্যতীত পুঁজিবাজার ও আনুষঙ্গিক কার্যক্রম সচল রাখার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট শাখা খোলা
রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
“সীমিত লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার কর্তৃক
জারিকৃত সকল নির্দেশনা মেনে পুঁজিবাজার এবং আনুষাঙ্গিক কার্যক্রম সচল রাখতে
হবে।”
এই বিজ্ঞপ্তির কপি দুই স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চন্ট
ব্যাংক, ব্রোকারেজ হাউজ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোতে পাঠানো হয়েছে।
সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন আড়াই ঘণ্টা করে সকাল
১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের দুই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
এক্ষেত্রে আগের মতো শেষের ১৫ মিনিট পোস্ট ক্লোজিং লেনদেন
চালু থাকলেও প্রি ওপেনিং সুবিধা থাকবে না।