ক্যাটাগরি

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

বুধবার
সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদীর হোগলডোরা খাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাবিবুর
রহমান (২৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্যার
ছেলে।

হাবিবের
বাবার বরাত দিয়ে সুন্দরবনের কৈখালী স্টেশনের এসও মোবারক হোসেন জানান, মধু আহরণের জন্য
বন বিভাগের অনুমতি নিয়ে বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদীর হোগলডোরা
খালের ডান পাশের জঙ্গলে প্রবেশ করেন হাবিব।

“নিজের
ষষ্ঠ নম্বর মৌচাক ভাঙার সময় বাঘ আক্রমণ করে। বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই শেষে প্রাণ
হারান হাবিব।”

পরে হাবিবের
বাবাসহ বাকি তিন মৌয়াল বাঘের সঙ্গে লড়াই করে হাবিবের ক্ষত-বিক্ষত দেহ নিয়ে বাড়ি ফেরেন,
বলেন মোবারক।

এদিকে,
সুন্দরবনের কাছিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে আরেক বনজীবী আহত হয়েছেন।

তিনি একই উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের
হালিম শেখের ছেলে রবিউল শেখ (২২)।

সুন্দরবনের
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এসিএফ এম এ হাসান বলেন, নিহত ও আহত দুজন মৌয়ালকেই
উদ্ধার করা হয়েছে। সহায়তা দিতে উভয় পরিবারের পাশে বন বিভাগ থাকবে।