প্রতি মৌসুমের কোপা লিবের্তাদোরেস ও
কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়নের মধ্যে দুই লেগের এই শিরোপা লড়াই হয়ে থাকে। তাতেই
কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাসকে বৃহস্পতিবার টাইব্রেকারে ৪-৩
গোলে হারায় জাস্তিসিয়া।
প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে
যাওয়া জাস্তিসিয়া ফিরতি পর্বেও প্রথমে গোল খেয়ে বসে, ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রাফায়েল ভেইগা। তবে ব্রায়ান রোমেরোর
গোলে ম্যাচে সমতা টানে সফরকারীরা।
৬৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়
পালমেইরাস। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ে দুই লেগ
মিলিয়ে স্কোরলাইন ৩-৩ করেন মার্সেলো বেনিতেস।
অতিরিক্ত ৩০ মিনিটে কেউই পারেনি ব্যবধান
গড়ে দিতে। ৯৯তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য পেয়েছিল পালমেইরাস। তবে
গুস্তাভো গোমেসের স্পট কিক রুখে দেন লুইস উনসাইন। ওই পেনাল্টি দেওয়ার ঘটনায় দুই
পক্ষের মাঝে হাতাহাতিতে লাল কার্ড দেখেন জাস্তিসিয়ার রোমেরো।
কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান কাপ
চ্যাম্পিয়ন পালমেইরাস টানা দুটি প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে হারের তেতো
স্বাদ পেল। গত রোববার ফ্লামেঙ্গোর বিপক্ষে ব্রাজিলিয়ান সুপার কাপের ফাইনাল ২-২
গোলে ড্র করার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হারে তারা।