ক্যাটাগরি

অপ্রয়োজনে রাস্তায়, ঢাকায় ১৫ জনের জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ এলাকায় তাদের জরিমানা করা হয়।

পলাশ কুমার বসু বলেন, “এক ব্যক্তি ওড়না নিয়ে বের হয়েছেন, তা নিউ মার্কেটের একটি দোকানে দেবেন বলেছেন। কিন্তু নিউ মার্কেটে তো বন্ধ জানানো হলে কোনো সদুত্তর দিতে পারেননি।”

এভাবেই অপ্রয়োজনে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় প্রায় তিন ঘণ্টা সচেতনতামূলক মাইকিং করা হয় এবং ২৫০টি মাস্ক বিতরণ করা হয়।