ক্যাটাগরি

প্রতিবেশীর ছাগল জবাই করায় যুবককে হত্যা

নিহত আজিজুর রহমান খান (৩৫) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের আবুল হাশেম খানের ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী আসমা আক্তার (২৪) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় ছাগলটির মালিক রয়েন গ্রামের মো. আজহার ইসলামের ছেলে মো. মোস্তফাসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। 

শহিদুল বলেন, “গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মোস্তফার একটি ছাগল প্রতিবেশী আজিজুরের সবজি ক্ষেতে ঢুকে কিছু সবজি খেয়ে ফেলে। পরে আজিজুরের ধাওয়া খেয়ে ছাগলটি দৌড়াতে গিয়ে পড়ে যায়। এ সময় আজিজুর ছাগলটি ধরে নিয়ে যায় এবং রাতে তার লোকজনদের সঙ্গে নিয়ে তা জবাই করে খেয়ে ফেলে।

“এর জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আজিজুরের সঙ্গে মোস্তফার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা ও তার অনুসারীরা আজিজুরকে মারধর করে।”

পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুরকে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।