শিয়া অধ্যুষিত সদর সিটি জেলার ব্যবহৃত জিনিসপত্র বেচাকেনার একটি মার্কেটে বৃহস্পতিবার এ হামলার ঘটনার ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে ব্যাপক ধোঁয়া দেখা যায়; হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ছুটে আসে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
২০১৭ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার পর বাগদাদে গাড়িবোমা হামলার সংখ্যা কমে এলেও চলতি বছর জানুয়ারি মাসে শহরটির একটি ভিড়ঠাসা মার্কেটে আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হয়েছিল।
বুধবার ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের ঘাঁটি এরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হলেও তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার।
একইদিন কাছাকাছি আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।
তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ। পুলিশের আগে ইরাকি সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানানো হয়েছিল। বিস্ফোরণে কাছাকাছি থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলেও জানিয়েছিল তারা।