নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক
জামে মসজিদে বুধবার রাতে এ ঘটনাওর সময় পুলিশের ওপর হামলাও হয়। ঘটনাস্থল থেকে পুলিশ
অন্তত ৪০ জনকে আটক করলেও পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান (২৪),
সাহেদুজ্জামান (১৯), মো. জিয়া উদ্দিন (২০), মো. ইব্রাহীম (১৯) ও মাহমুদুল হক (১৯)।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ
বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি নির্দেশনা না মেনে চান্দগাঁও আবাসিক
এলাকার বি-ব্লক জামে মসজিদে বুধবার রাতে ৫০ থেকে ৬০ জন লোক জোরপূর্বক প্রবেশ করে।
“পুলিশ গিয়ে হ্যান্ডমাইকে তাদের সরকারি
নির্দেশনার কথা বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।”
ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ
সেখান থেকে অন্তত ৪০ জনকে আটক করে জানিয়ে পরিদর্শক রাজেশ বলেন, “সেখান থেকে পাঁচজনকে
গ্রেপ্তার দেখানো হয়েছে, যারা ওই এলাকায় বহিরাগত ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে তাদের
সম্পৃক্ততা পাওয়া গেছে।
“জামায়তে ইসলামীর লোকজন ‘পরিকল্পিত’
বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ধর্মীয় বিষয়টি বেছে নিয়েছে। এ ঘটনায় নেতৃত্বে থাকা আরও ছয়জনের
নাম পাওয়া গেছে, যারা বিকালেও ওই এলাকায় ঝটিকা মিছিল করেছিল।”
এ ঘটনায় চান্দগাঁও থানায় পুলিশের করা
মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানান
তিনি।
মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে
এ বছর তারাবির নামাজে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন
অংশ নিতে পারবে বলে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।