এতদিন গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এবং অ্যাপলের ফাইন্ড মাই ব্যবহার করে হারিয়ে যাওয়া আইফোন খুঁজতে পারতেন ব্যবহারকারীরা।
ম্যাক রিউমার্সের প্রতিবেদন বলছে, যে ব্যবহারকারীদের গুগল অ্যাসিস্টেন্ট চালিত স্মার্ট স্পিকার রয়েছে এবং আইওএসে গুগল হোম অ্যাপ রয়েছে, তারা-ই হারিয়ে ফেলা আইফোন খুঁজতে পারবেন।
গুগল স্মার্ট হোম ডিভাইসে ‘হেই গুগল, ফাইন্ড মাই ফোন’ বলা মাত্র অ্যালার্টটি চালু হয়ে যাবে, এবং গুগল হোম অ্যাপ আইফোনে জরুরি অ্যালার্ট পাঠাবে।
উল্লেখ্য, জরুরি অ্যালার্ট দেওয়ার জন্য অ্যাপকে অ্যাপলের কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হয়।
গুগল অ্যাসিস্টেন্টে বাড়তি আরেকটি ফিচার আসছে ‘অ্যাসিস্টেন্ট রুটিনস’। ওই ফিচারে একটি কমান্ডের সাহায্যেই একাধিক কাজ সহজেই করা যাবে বলে জানিয়েছে গুগল।