ক্যাটাগরি

ধোনিকে উপরে ব্যাটিংয়ের পরামর্শ গম্ভীরের

আইপিএলের গত আসরেও ধোনির সাত নম্বরে ব্যাটিংয়ে নামা নিয়ে সমালোচনা করেছিলেন গম্ভীর। এবারও এই উইকেটকিপার-ব্যাটসম্যান টুর্নামেন্ট শুরু করেছেন সাতে নেমে। গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন তিনি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে স্টার স্পোর্টসে আলাপচারিতায় গম্ভীর বলেন, ব্যাট হাতে ধোনির সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত।

“এমএস ধোনির ওপরে ব্যাটিং করা উচিত। এটাই গুরুত্বপূর্ণ, কারণ তার উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া।”

“আমরা এটা সবসময় বলে থাকি যে সামনে থেকে অধিনায়কের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু সাত নম্বরে ব্যাটিং করলে সেটা সম্ভব নয়।”

গত ম্যাচে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। কিন্তু দলটির বোলারদের ব্যর্থতায় এই রানও অনায়াসে তাড়া করে ফেলে দিল্লি।

গম্ভীর মানছেন, চেন্নাইয়ের বোলিং খুব শক্তিশালী নয়। তবে ধোনিকেও তার এখনকার বাস্তবতা বোঝার তাগিদ দিলেন তিনি।

“হ্যাঁ, তাদের বোলিং লাইন আপে সমস্যা আছে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে, সে এখন আর সেই ধোনি নেই যেমনটা চার-পাঁচ বছর আগে ছিল। তখন সে ব্যাটিংয়ে নেমেই বোলারের ওপর চড়াও হতো। আমার মতে, তার চার কিংবা পাঁচে ব্যাটিং করা উচিত। এর নিচে নয়।”