ক্যাটাগরি

মাদানী ২ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানির মাধ্যমে আদালত এই আদেশ দেয় বলে গাজীপুর সিটি পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার গাছা থানার পুলিশ মাদানীকে সাত দিনের হেফাজতে চেয়ে গাজীপুরের আদালতে আবেদন করে। বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে শুনানির শেষে আদালত দুই দিন মঞ্জুর করে আদেশ দেয়।

মাদানী গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৮ এপ্রিল তাকে নেত্রকোণার বাড়ি থেকে র‌্যাব-১ সদস্যরা গ্রেপ্তার করেন।

তার আগে ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পরে তার বিরুদ্ধে মামলায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (৫)(ক) ধারা যুক্ত করে পুলিশ।

গাজীপুর মহানগরের বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মারকাজুন নূর আল ইসলামিয়া নামে একটি আবাসিক মাদ্রাসা রয়েছে। হাফেজ রফিকুল ইসলাম মাদনী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক।

 

আরও পড়ুন-

‘শিশু বক্তা’ মাদানীর বিরুদ্ধে আরেক মামলা গাজীপুরে

মাদানীর বিরুদ্ধে পর্নগ্রাফির
মামলা করল পুলিশ

‘শিশু বক্তা’ মাদানীর বিরুদ্ধে
আরেক মামলা গাজীপুরে