ক্যাটাগরি

‘আর্মি অফ দি ডেড’: হুমা কুরেশির হলিউড যাত্রা

জ্যাক স্নাইডার পরিচালিত প্রতিক্ষিত জম্বি সিনেমা ‘আর্মি অফ দি ডেড’। বুধবার এই ছবির নতুন ট্রেইলার মুক্তি পেয়েছে। স্নাইডার টুইটার অ্যাকাউন্টে সেই ট্রেইলার পোস্ট করার পরেই জানা গেল হুমা কুরেশি এই ছবিতে অভিনয় করেছেন।

আর এই ছবির মাধ্যমেই প্রথম হলিউডে পা রাখলেন ‘বাদলাপুর’ খ্যাত অভিনেত্রী।

ট্রেইলার মুক্তি পাওয়ার পরপরই কুরেশি নিজের টুইটারে সেটা শেয়ার করে লেখেন, “প্রতিভাধর এই মানুষের সঙ্গে ছোট একটি কাজ করতে পেরে দারুণ গর্বিত আমি।”

তার চরিত্র কী সেটা প্রকাশিত না হলেও, ভারতীয় গনমাধ্যমগুলো জানায় সিনেমায় তাকে গীতা নামে দেখা যাবে।

ভক্তরা ছাড়াও বিভিন্ন শিল্পীরা তার এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন।

এই সময়ে হুমা ছাড়াও ভারতীয় বেশ কয়েকজন শিল্পী হলিউডের ছবিতে কাজ করেছেন। এরমধ্যে রুসো ব্রাদার্সের ‘দি গ্রে ম্যান’ ছবিতে অভিনয় করেছেন ধানুশ।      পরিচালক ফারহান আক্তার জোট বেঁধেছেন মার্ভেল’য়ের ‘মিজ মার্ভেল’ ধারাবাহিকে। ‘দি ডেথ অন দি নাইল’ ছবিতে বড় একটি চরিত্রে অভিনয় করেছেন আলি ফজল। আর ‘ম্যাট্রিক্স ফোর’ ছবিতে বিশেষ একটি চরিত্রে রূপদান করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

কয়েকটি নির্দিষ্ট হলের পাশাপাশি স্ট্রিমিং মাধ্যমে ‘আর্মি অফ দি ডেড’ মুক্তি পাবে ২১ মে।