শুক্রবার গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান জানান, এই চারজন নিয়ে
গাজীপুরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হলো ১৫৮। আক্রান্তের সংখ্যা হলো নয় হাজার ১১।
সিভিল সার্জন জানান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৩২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত
হয়েছে।
“এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ২০ জন, কালিয়াকৈরে ১৭ জন, কাপাসিয়ায় ২২ জন,
শ্রীপুরে পাঁচ জন ও গাজীপুর সদরে ১০২ জন।”
এছাড়া এ পর্যন্ত কালিগঞ্জ উপজেলায় ৭২৪ জন, কালিয়াকৈরে ৯২৪ জন, কাপাসিয়ায়
৬১৫ জন, শ্রীপুরে ৮৭৭ জন ও সদর উপজেলায় ছয় হাজার ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
বলে তিনি জানান।