ক্যাটাগরি

কোভিড-১৯: ময়মনসিংহে আক্রান্ত হয়ে ২, উপসর্গ নিয়ে ৩ মৃত্যু

হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- রেনু দে (৬৭), মাহমুদা আলম (৬০), পুস্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) ও রোজী বেগম (৪৫)।

মহিউদ্দিন বলেন, “মৃতদের মধ্যে রেনু ও মাহমুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর পুস্পা, মোতালেব ও রোজীর উপসর্গ ছিল।”

এ নিয়ে করোনাভাইরাসে জেলায় ৬৯ জনের মৃত্যু হল বলে জানান এ চিকিৎক। 

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ২৮২ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৩ জন, ভালুকায় ১১ জন, ত্রিশালে ২ জন, মুক্তাগাছায় ১ জন, হালুয়াঘাটে ১ জন, ফুলবাড়িয়ায় ১ জন ও ফুলপুরে ১ জন রয়েছেন।