শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ওসি সফিকুল ইসলাম বলেন, টিন বহনকারী একটি ট্রাক উত্তরবঙ্গ যাওয়ার পথে চরভাবলা এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলে তিন জন মারা যায় এবং দুইজন আহত হয়।”
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত করতে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কারো পরিচয় জানা যায়নি।