ক্যাটাগরি

দামুড়হুদার উপজেলার ভাইস চেয়ারম্যানের ‘ঘুষিতে’ বৃদ্ধ নিহত

ঘটনার পর ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে দামুড়হুদা
থানার ওসি আব্দুল খালেক জানিয়েছেন।

নিহত ইসরাফিল হোসেন (৮০) উপজেলার পীরপুরকুল্লা গ্রামের জোনাব আলী
মোল্লার ছেলে।

ওসি খালেক বলেন, পীরপুরকুল্লা গ্রামের একটি জমির বিরোধ মীমাংসার
জন্য ইসরাফিলসহ গ্রামের কয়েকজন শুক্রবার দামুড়হুদা থানায় আসেন। আলোচনা শেষে বিরোধ মীমাংসা
না হওয়ায় সবাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। থানার অদূরে ভাইস-চেয়ারম্যান শহিদুলের সঙ্গে ইসরাফিলের
কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল কিলঘুষি মারলে ইসরাফিল অসুস্থ হন। স্থানীয়রা তাকে
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার পরপরই ভাইস-চেয়ারম্যান শহিদুলকে আটক করে থানা
হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।