প্রথম বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন
উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভাইস চেয়ারম্যানরা।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া প্রথম বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ১৫ জন উপদেষ্টাকে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব
বৈঠকে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
এছাড়া প্রতি বৈঠকে থাকবেন স্থায়ী কমিটির এক বা একাধিক সদস্য।
বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ
প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের
বিরাজমান পরিস্থিতি, করোনা মহামারীর অবস্থা নিয়ে দলের
জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করতে এই ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক শুরু হতে যাচ্ছে।
“প্রতিদিন ১৪-১৫ জন সিনিয়র নেতা বৈঠক থাকবেন। প্রথম দিন
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ১৫ জন উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের নিয়ে এই বৈঠক
ভার্চুয়াল শুরু হবে।”
২০১৮ সালের একাদশ নির্বাচনের পর এই প্রথম দেশের
সার্বিক পরিস্থিতি জানতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিক
এই বৈঠকের আয়োজন করেছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে ধারাবাহিক বৈঠকের তালিকা তৈরি করে লন্ডনের ভারপ্রাপ্ত
চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে ৩০ জন ভাইস
চেয়ারম্যান এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য রয়েছেন ৭৮ জন।