ক্যাটাগরি

বাবা হয়েছেন ম্যাকলি কালকিন

ক্ষুদে তারকা অনেক আগেই বড় হয়েছেন। এবার বড় হচ্ছে তার পরিবার। ৫ এপ্রিল ম্যাকলি কালকিন ও ব্রেন্ডা সং পুত্র সন্তানের জনক-জননী হয়েছেন।

কালকিনের প্রয়াত বড় বোনের সম্মানে ছেলের নাম রাখা হয়েছে ডাকোটা সং কালকিন।

স্কয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে কালকিন বলেন, “আমরা সত্যিই অভিভূত! তিনজনেই খুব ভালো আছি।”

২০১৭ সালে ‘চেইঞ্জল্যান্ড’ ছবিতে কাজ করার সময় কালকিনের সঙ্গে ব্রেন্ডার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সাল থেকে তারা একসঙ্গে থাকছেন।