শুক্রবার সন্ধ্যায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের খাড়াকান্দি উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে গজারিয়া থানার ওসি মো. রইছউদ্দিন জানান।
এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে কাউছার নামের একজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ।
ও্সি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে টেঙ্গারচর ইউনিয়নের খাড়াকান্দি উত্তর পাড়ার আলী আহম্মদ মাস্টারের ছেলে আমির হোসেনের সঙ্গে একই এলাকার বারেক সরকারের ছেলে নুরুজ্জামান ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় নুরুজ্জামান ও আহম্মদ আলীর নেতৃত্বে ২০/২৫ জন আমিরের মুদি দোকান ও দুটি বসত ঘরে হামলা চালায়। এ সময় তারা কাউছার, সাদ্দাম খান, হোসেন খান, ও আশ্রাফুলসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে এবং বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।”
এ সময় হামলাকারীরা কাউছারকে টেটা বিদ্ধ ও বাম হাতে ধারাল অস্ত্র দিয়ে কপিয়ে জখম করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।