শুক্রবার সন্ধ্যার পরপরই লালবাগ এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার
মাহবুব আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি
বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতা করে সম্প্রতি মতিঝিল
এলাকায় যে নাশকতা হয় তার সাথে হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়েরের সংশ্লিষ্টতা
পাওয়া গেছে।
“২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় যে
নারকীয় ঘটনা ঘটে তার সাথেও এই হেফাজত নেতার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।”
শনিবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের
জন্য হেফাজতের নেওয়ার আবেদন করা হবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।