শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘‘চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন।
“তার মৃত্যুতে দেশের অভিনয় জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।”
গত শতকের ষাটের দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে পরের অর্ধশতকে দুই শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন কবরী।
তার মৃত্যুতে মির্জা ফখরুল বলেন, ‘‘অসংখ্য বাংলা ছায়াছবিতে অভিনয়ের জন্য এই অভিনয় শিল্পী বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন।
“তিনি তার উত্তরসূরি অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।”
কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
কবরীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনাও জানান এই বিএনপি নেতা।
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় কিংবদন্তী এই অভিনেত্রীর।