এরা হলেন- চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের কাদের মিজি (৬৮) ও পুরানবাজার মেরকাটিজ রোডের বাসিন্দা রানু বেগম (৪৫)।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, তারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কাদের শুক্রবার বিকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রানু হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মারা যান বলে জানান এ চিকিৎসক।