ক্যাটাগরি

খুলনায় টিসিবির পণ্য বিক্রি করায় জরিমানা

শনিবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নগরীর নিউ মার্কেট ও বয়রা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ইব্রাহীম হোসেন জানান, মূল্য প্রদর্শন না করায় নিউ মার্কেট এলাকার হারুন স্টোরে দুই হাজার এবং বয়রাবাজারের শাহজাহান স্টোরে এক হাজার, বয়রা মেইন রোডের রাজবাড়ী স্টোরে টিসিবির পণ্য বিক্রি করায় দুই হাজার এবং মাহবুব স্টোরে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৪১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় বলেন তিনি।