ক্যাটাগরি

মুন্সীগঞ্জে এক গৃহবধূ অগ্নিদগ্ধ

শনিবার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের
শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া ব্রাহ্মণপাইকসা
গ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি।

অগ্নিদগ্ধ সুমি আক্তার (২২) মাদারীপুর জেলার শিবচর থানার লৎফর
রহমানের মেয়ে। তিনি ব্রাহ্মণপাইকসা গ্রামের আব্দুল খালেকের ছেলে আল-আমিনের স্ত্রী।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লৌহজং ও শ্রীনগর
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি বিস্তারিত খতিয়ে
দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, সুমির শরীরের
৭৫ ভাগ পুড়ে গেছে।

তবে তিনি কীভাবে অগ্নিদগ্ধ হলেন তা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য
পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শরীরে আগুন ধরে গেলে সুমি বসতঘর থেকে দৌড়ে
বাড়ির পাশের পুকুরে লাফিয়ে পরে জীবন বাঁচানোর চেষ্টা করেন।