ক্যাটাগরি

রোজায় বিশেষ ছাড়ে কম্বোপ্যাক দিচ্ছে ফ্রেশ

বিশেষ ছাড়ে একান্ত প্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়েই
এই কম্বোপ্যাক তৈরি
করা হয়েছে।

এই প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ”কম্বোপ্যাকে সব মিলিয়ে ৩৬৯ টাকার পণ্য কেনা যাবে ৩৩০ টাকায়।”

ডাল, লবণ, তেল, চিনির মত নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এই প্যাক তৈরি করা হয়েছে বলে জানায় ফ্রেশ।

ফ্রেশের এই বিশেষ কম্বোপ্যাকটি কিনতে কল করা যাবে ১৬৫৯৫ নম্বরে; এছাড়া নির্দিষ্ট সুপারশপেও মিলবে।