ক্যাটাগরি

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

উপজেলার শুভাষিনী বাজারের পাশে সাতক্ষীরা-খুলনা
মহাসড়কে শনিবার ভোরে তারা হতাহত হন বলে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান।

নিহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুর
গ্রামের আবু বক্করের ছেলে মুন্না (৩৫) ও শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি।

ওসি বলেন, আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল,
সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের ২০ জন সাতক্ষীরার
কালীগঞ্জ উপজেলার জাফরপুর ও তারালী গ্রামের বাসিন্দা আর দুইজন খুলনার পাইকগাছা উপজেলার
শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কালীগঞ্জ
উপজেলার তারালী গ্রামের কৃষ্ণপদ মণ্ডলের শ্বশুর বিশ্বনাথ মণ্ডল বলেন, এলাকার ২৮ শ্রমিক
মাদারীপুরে রাস্তার কাজ করতে গিয়েছিল। করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় ২৪ জন
একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের
মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ পল্টি খেয়ে বিলের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান
শফিকুল ও মুন্না।

দুই লাশ চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। লাশ থানায়
আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মেহেদী রাসেল।