শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া
গ্রামে কয়েক দফা সংঘর্ষে আরও অন্তত ৪০ জন আহত এবং অন্তত ২৫টি বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে।
নিহত মকবুল হোসেন (৪০) খলাপাড়া গ্রামের মুতালিব শেখের ছেলে এবং পাভেল শেখ
(১৭) লুন্দিয়া গ্রামের আব্দুল খালেক শেখের
ছেলে।
এসব তথ্য উল্লেখ করে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, এলাকায় আধিপত্য ধরে
রাখা নিয়ে খলাপাড়া গ্রামে শেখ বাড়ি এবং শিকদার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
চলে আসছে।
শনিবার সকাল ১০টার দিকে শেখবাড়ির লোকজন মাঠে ধানমাড়াই করতে গেলে শিকদার
বাড়ির লোকজন তাদের গালাগাল করে। এ সময় উভয় পক্ষ কথা কাটাকাটিতে জড়ালে উত্তেজনার সৃষ্টি
হয়।
পরে উভয় পক্ষের সহস্রাধিক মানুষ লাঠিসোঁটা, দা, বল্লম নিয়ে খলাপাড়ার মেঘনা
নদীর পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বুকে বল্লম বিদ্ধ হয়ে শেখ বাড়িপক্ষের মকবুল হোসেন এবং পাভেল
শেখ ঘটনাস্থলেই মারা যান বলেন তিনি।
আহতদের মধ্যে ১২ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের বিভিন্ন
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
এখন পর্যন্ত কেউ আটক করা হয়নি বলেও জানান তিনি।