নিহত মমির উদ্দিন (৪২) উপজেলার হাতিয়া
ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
উপজেলার অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার
পথে শুক্রবার রাতে তিনি মারা যান বলে হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন জানান।
চেয়ারম্যান বলেন, রাত সাড়ে ১১টার দিকে অনন্তপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মমির।
পথে ঝড়ে ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়লে চাপা খান মমির। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে
তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা
কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
অভিযোগ না দিয়ে পরিবার লাশ দাফন করেছে
বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির। মমির উদ্দিন পেশায় জেলে। তার স্ত্রী
ও চার সন্তান রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।