ক্যাটাগরি

গাইবান্ধায় ‘জমির বিরোধে ঘুষি মেরে হত্যা’ গৃহবধূকে

নিহত হাজেরা বেগম (৫৫) উপজেলার সরদারপাড়া গ্রামের শুকুর
আলীর স্ত্রী।

গ্রামের বাড়িতে শনিবার সকালে তাকে হত্যা করা হয় বলে সাঘাটা
থানার ওসি বেলাল হোসেন জানান।

তিনি বলেন, শুকুর আলীর বাড়ির যাতায়াতের রাস্তার ঘিরে
রাখা নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে গ্রামের আব্দুল লতিফের দ্বন্দ্ব চলছে। এর জেরে
সকালে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লতিফের স্ত্রী চড়াও হয়ে হাজেরা বেগমের বুকে কিল-ঘুষি
মাররলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ।

ওসি বলেন, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ
উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা
দায়ের হয়েছে। পুলিশ খুনি ধরতে অভিযান চালাচ্ছে।