ক্যাটাগরি

টাঙ্গাইলে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার
আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ
ওই দুজনের মরদেহ মহাসড়কের উপর পড়েছিল।

“ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোনো এক ট্রাক পেছন থেকে ধাক্কা
দিয়ে চলে গেছে।”

মরদেহ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। তাদের পরিচয়
এখনো পাওয়া যায়নি বলেন তিনি।