ক্যাটাগরি

দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য
জানানো হয়েছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেন, “এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি
অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত
কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত কবরী রাজধানীর
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে
মারা যান।

৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে
কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসেরও মারাত্মক ক্ষতি
হয়।

গত ৫ এপ্রিল করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার
পর থেকে কবরী হাসপাতালে ছিলেন। বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।